সংক্ষেপে বইয়ের গল্প/ বইয়ের গল্পে কি আছে?/ গল্পটি কি নিয়ে?
জিমি, ছোট্ট এক খরগোশ ছানা, চকোলেট খেতে ভালোবাসে। একদিন সে মিটসেফে লুকানো চকোলেট ভর্তি এক ব্যাগ খুঁজতে রান্নাঘরে ঢুকলো। তারপর চকোলেট ভর্তি ব্যাগের নাগাল পেতে, জিমি উঁচু কিছুতে বেয়ে উঠলে কি হলো তার? এই রঙ্গিন ছবি সহ শিশুতোষ বইটি পড়লেই তুমি তা জানতে পারবে। সেইদিন থেকে সে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলে। এমনকি সে তার ফল এবং শাক-সব্জি খেতেও খুব পছন্দ করে।